বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) ক্যালিব্রেশন সংক্রান্ত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার। এছাড়াও অনুষ্ঠানে বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) মো. সাজ্জাদুল বারী, পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পিয়ারলেস ক্যালিব্রেশন সার্ভিসেস লিমিটেড, সিএস ল্যাব লিমিটেড, সামিট টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন লিমিটেড, রিম এন্টারপ্রাইজ, জিএসকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, জিএমএস টেস্টিং ল্যাবরেটরি, ক্রিস্টাল মার্টিন এ্যাপারেলস লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।