নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল প্রতিরোধ করতে বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে ১০৪টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৭ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়েছে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।
এদিন ঢাকা মহানগরীর লালবাগ ও পলাশী এলাকায় অধিদপ্তরের ৩টি টিম অভিযান চালায়। অভিযানকালে বিভিন্ন নিত্যপণ্যের দাম, মূল্যতালিকা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ ইত্যাদি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পাশাপাশি ফার্মেসী, মিষ্টির দোকান ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অননুমোদিত খাদ্যপণ্য ও ঔষধ সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান, নিত্যপণ্যের দাম স্থিতিশীল ও সহনীয় রাখতে সারাদেশে অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করে অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা পরিচালনা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।