প্রচ্ছদ অর্থনী‌তির বার্তা বিআইবিএমে ‘ট্রেজারি ব্যবস্থাপনা বিষয়ক’ কর্মশালা

বিআইবিএমে ‘ট্রেজারি ব্যবস্থাপনা বিষয়ক’ কর্মশালা

0

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) ‘ট্রেজারি ব্যবস্থাপনা বিষয়ক’ এক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

কর্মশালায় আহমেদ জামাল বলেন, অর্থনীতিকে সচল রাখতে ব্যাংকগুলোকে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। এতে আর্থিক ও রাজস্বনীতি বাস্তবায়ন সহজ হবে।

বিআইবিএম মহাপরিচালক ড. মো, আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ সোহেল মোস্তফা।

কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক ও ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক মো. নেহাল আহমেদ। গবেষণা দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ, প্রভাষক রিফাত জামান সৌরভ, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আমিনুর রহমান চৌধুরী, ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহেদী জামান ও ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট আরিকুল আরেফিন।

আরও বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী হোসেন প্রধানিয়া, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মাহমুদুর রশীদ।

সমাপনী বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান বলেন, যেসব সুপারিশ ও মন্তব্য আসছে তা গবেষণা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। যা বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থার নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version