প্রচ্ছদ অর্থনী‌তির বার্তা রংপুর সুগার মিলস চালুর কর্মপরিকল্পনা চায় মন্ত্রণালয়

রংপুর সুগার মিলস চালুর কর্মপরিকল্পনা চায় মন্ত্রণালয়

0

গাইবান্ধায় বন্ধ রংপুর সুগার মিলস চালুর জন্য কর্মপরিকল্পনা চে‌য়ে‌ছে শিল্প মন্ত্রণালয়।

বুধবার সুগার মিলস পরিদর্শন শেষে এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে শিল্প সচিব জাকিয়া সুলতানা সু‌নি‌র্দিষ্ট কর্মপরিকল্পনা চান।

এ বছর রংপুর সুগার মিলস জোনে উৎপাদিত আখ সুষ্ঠুভাবে নিকটবর্তী জয়পুরহাট সুগার মিলে মাড়াইয়ের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) কর্তৃপক্ষ ও রংপুর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালককে কস্ট-বেনিফিট অ্যানালাইসিসসহ বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা উত্তরণে বাস্তবসম্মত করণীয়সহ কর্মপরিকল্পনা জরুরি ভিত্তিতে দাখিলের জন্য নির্দেশ দেন শিল্প সচিব।

মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্ম সচিব মু. আনোয়ারুল আলম, গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন, বিএসএফআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version