প্রচ্ছদ শেয়ার বার্তা পরপর পাঁচ দিন পতন শেয়ারবাজারে

পরপর পাঁচ দিন পতন শেয়ারবাজারে

0

আগের কার্যদিবসের মতো সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। রবিবার নিয়ে টানা পাঁচ কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ১৮৬.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৪৬.৩১ পয়েন্টে এবং দুই হাজার ৭০৫.১৩ পয়েন্টে। ডিএসইতে রবিবার এক হাজার ৬৫৪ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২২১ কোটি ২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকার।

ডিএসইতে রবিবার ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৫টির বা ১২.২৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৮৭টির বা ৭৬.৩৩ শতাংশের এবং ২৪টির বা ৬.৩৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১১.৪৩ পয়েন্টে। সিএসইতে রবিবার ৩১০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দর বেড়েছে, কমেছে ২১৮টির আর ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রবিবার ডিএসইর ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৪৩ লাখ ১৪ হাজার ১৮৭টি শেয়ার ৩৫ বার হাত বদলের মাধ্যমে ১৯ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৬৩ হাজার টাকার ফরচুন সুজের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৭ লাখ ৮৮ হাজার টাকার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৭টির বা ৭৬.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৫.২০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৪.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯.৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মার ৮.৮৭ শতাংশ, ইমাম বাটনের ৮.৪৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.০২ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৭.৭৯ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭.৬৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৩০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৭.২৬ শতাংশ, ফুওয়াং সিরামিকের ৭.১৭ শতাংশ এবং জিবিবি পাওয়ারের শেয়ার দর ৭.০৯ শতাংশ কমেছে।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৫টির বা ১২.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকায়। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version