প্রচ্ছদ শেয়ার বার্তা খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ-রসায়ন খাত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ-রসায়ন খাত

0

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫.৬ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে বস্ত্র খাতে ১২.১ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। জ্বালানি-বিদ্যুৎ খাতে ১০.৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ২০.১ শতাংশ, প্রকৌশল খাতে ৮.৭ শতাংশ, সিমেন্ট খাতে ৭.৪ শতাংশ, আর্থিক খাতে ৫.৪ শতাংশ, বিবিধ খাতে ৫.১ শতাংশ, ট্যানারি খাতে ৪.২ শতাংশ, খাদ্য খাতে ৩.৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৩ শতাংশ, জীবন বিমা খাতে ৩.২ শতাংশ, আইটি খাতে ২.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৫ শতাংশ, কাগজ ও সিরামিকস খাতে ১.২ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৬ শতাংশ লেনদেন হয়েছে।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version