রোববার (১০ অক্টোবর) শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। এতে বিনামূল্যে ডেলিভারি, ক্যাশব্যাকসহ নানা অফার থাকছে।
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সূত্রে জানা যায়, উৎসবের স্লোগান ‘শপিং হবে অনলাইনে, জেনে-শুনে-বুঝে’। প্রতিবারের মতো এবারও এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবে প্রতিষ্ঠিত দেশীয় ২০টি ই-কমার্স, লজিস্টিক ও পেমেন্ট প্রতিষ্ঠান। অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন ও নিরাপদ সেবার প্রতিশ্রুতি দিয়ে ‘১০-১০’ উৎসবের ঘোষণা দিয়েছে।
ই-ক্যাব আরও জানায়, ই-কমার্স নিয়ে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এবারের আয়োজনে গ্রাহক সচেতনতার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য যুক্তিসঙ্গত বিভিন্ন অফার ঘোষণা করবে। এছাড়া, প্রতিষ্ঠানগুলো নিরাপদ ই-কমার্সের প্রসারের লক্ষ্যে বিভিন্ন ইতিবাচক প্রচারণায় অংশ নেবে। ২০ দিনব্যাপী এ উৎসবে গ্রাহকরা বিকাশের মাধ্যমে ক্যাশব্যাক ও ডেলিভারি চার্জ ফ্রিসহ বিভিন্ন সুবিধা পাবেন। উৎসবের সঙ্গে জড়িত সবগুলো প্রতিষ্ঠান দেশীয় মালিকানা, ই-ক্যাবের সদস্যভুক্ত ও নিরাপদ পণ্যসেবা দিয়ে থাকে। তাই ‘১০-১০’ উৎসবের প্রতি সমর্থন জানিয়েছে ই-ক্যাব।
এ আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দিচ্ছে সারাদেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আয়োজনের বিস্তারিত জানা যাবে www.tenten.com.bd ওয়েবসাইটে।