প্রচ্ছদ চাকুরীর বার্তা ২৮০ কর্মী নিয়োগ নিবে মিনিস্টার গ্রুপ

২৮০ কর্মী নিয়োগ নিবে মিনিস্টার গ্রুপ

0

মিনিস্টার হাই টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।

প্রতিষ্ঠানের নাম- মিনিস্টার হাই টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড

পদের সংখ্যা- মোট ২৮০টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

পদের নাম- শো রুম ম্যানেজার

পদের সংখ্যা- ৬০টি

যোগ্যতা- স্নাতক পাস ও ৫-১০ বছরের অভিজ্ঞতা।

পদের নাম- সেলস অ্যান্ড মার্কেটিং অফিস

পদের সংখ্যা-১০০টি

যোগ্যতা- এইচএসসি পাস ও ২ বছরের অভিজ্ঞতা।

পদের নাম- সেলস এক্সিকিউটিভ/সেলস অফিসার

পদের সংখ্যা-৬০টি

যোগ্যতা-এইচএসসি পাস ও ২-৫ বছরের অভিজ্ঞতা

পদের নাম- সেলস এক্সিকিউটিভ/সেলস অফিসার

পদের সংখ্যা-৬০টি

যোগ্যতা- এইচএসসি পাস ও ২-৫ বছরের অভিজ্ঞতা

সাক্ষাৎকারের সময় যা লাগবে

২ কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সনদ ও আপডেট সিভি।

কোথায় উপস্থিত হতে হবে

মিনিস্টার মেগা শো-রুম

১১২, এয়ারপোর্ট রোড, বিজয়ী সরণী, তেজগাঁও

আবেদনের সময়

৮ অক্টোবর, ২০২১। এছাড়াও প্রতি সোমবার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version