প্রচ্ছদ কর্পোরেট বার্তা ইয়ামাহা রাইডারস ক্লাবের আয়োজনে `ওয়ারিওরস জি টু জি’ সম্মেলন

ইয়ামাহা রাইডারস ক্লাবের আয়োজনে `ওয়ারিওরস জি টু জি’ সম্মেলন

0

ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ বাইকিং কমিউনিটি। দেশব্যাপী যাদের রয়েছে ৩০০০ এরও অধিক নিবন্ধিত সদস্য। ক্লাবের সদস্যরা বাইকিং অ্যাক্টিভিটির পাশাপাশি নিয়মিত বিভিন্ন সমাজ সেবামুলক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে।

সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে `ওয়ারিওরস জি টু জি’ শীর্ষক দিনব্যাপী এক আয়জনে ক্লাবের সদস্যরা লিডারশিপ, পারসোনাল এস্পিরেসন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এর উপর একটি কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ক্লাবের সদস্যদের মাঝে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য পুরস্কার তুলে দেন। এসময় এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version