প্রচ্ছদ পণ্যের বার্তা লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহারে জরিমানা করল বিএসটিআই

লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহারে জরিমানা করল বিএসটিআই

0

বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স না নিয়েও মোড়কে মানচিহ্ন ব্যবহার করে বেকারিপণ্য তৈরি করায় রাজধানীর একটি বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিএসটিআই’র উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিরপুর এলাকার পুষ্টি হোম মেড’কে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক সিএম লাইসেন্স না নিয়ে মোড়কে মানচিহ্ন ব্যবহার করে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় পুষ্টি হোম মেড’কে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নুর।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version