প্রচ্ছদ অর্থনী‌তির বার্তা রপ্তানি ডকুমেন্ট বিদেশে সরাসরি পাঠানোর সুযোগ

রপ্তানি ডকুমেন্ট বিদেশে সরাসরি পাঠানোর সুযোগ

0

রপ্তানিকারক নিজেই রপ্তানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন, নিজস্ব ওয়েবসাইট বা সুরক্ষিত চ্যানেলে। রবিবার (৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক?টি সার্কুলার জারি করেছে।

এর আগে পণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে রপ্তানি ডকুমেন্ট শুধু ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ ছিল। এখন থেকে ডকুমেন্ট সরাসরি বিদেশে পাঠাতে পারবে রপ্তানিকারক।

নতুন নির্দেশনায়, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রপ্তানিকারকরা সরাসরি রপ্তানি ডকুমেন্ট পাঠাতে পারবে। এ ক্ষেত্রে কয়েকটি শর্ত পরিপালন করতে হবে। এর মধ্যে মূল পরিবহন দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি আয় দেশে আসার পর উক্ত মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে।

বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী রপ্তানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ উঠে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেয়া হয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। রপ্তানি বিষয়ে নতুন নির্দেশনা অনুসারে বিদেশি ক্রেতার শর্তানুযায়ী রপ্তানি ডকুমেন্ট রপ্তানিকারক নিজেই বিদেশে পাঠাতে পারবে। এডি ব্যাংক রপ্তানি আয় পাওয়ার পর মূল পরিবহন দলিল সংশ্লিষ্ট পক্ষের নামে এনডোর্স করবে।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version