প্রচ্ছদ পণ্যের বার্তা লাইসেন্স না নিয়েই মানচিহ্ন ব্যবহার, বিএসটিআই’র মামলা

লাইসেন্স না নিয়েই মানচিহ্ন ব্যবহার, বিএসটিআই’র মামলা

0

বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহার করে পণ্য বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অভিযুক্ত প্রতিষ্ঠান আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে অভিযানে সংস্থাটির ফিল্ড অফিসার মো. আব্দুল মান্নান অংশগ্রহণ করেন।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version