প্রচ্ছদ অর্থনী‌তির বার্তা প্রি-শিপমেন্ট ঋণ সুবিধার মেয়াদ বাড়ালো বাংলাদেশ ব্যাংক

প্রি-শিপমেন্ট ঋণ সুবিধার মেয়াদ বাড়ালো বাংলাদেশ ব্যাংক

0

করোনার প্রাদুর্ভাবে দেশের ক্ষতিগ্রস্ত উৎপাদন ও রফতানিকারকদের জন্য বিশেষ ঋণ সহায়তা দিতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকরা এ স্কিমের আওতায় তিন বছর সুবিধা নিতে পারবে। আগে যার সময়সীমা ছিল এক বছর।

বৃহস্প‌তিবার (৩০ সে‌প্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে নতুন নির্দেশনা দিয়ে সাকুর্লার জারি করেছে।

করোনার প্রভাবে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম নামের ৫ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছিল। এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে দেয়া ঋণের মেয়াদ যাই হোক না কেন অংশগ্রহণকারী ব্যাংক ১৮০ দিনের মধ্যে পুনঃঅর্থায়নের সব টাকা সুদসহ কেন্দ্রীয় ব্যাংকে পরিশোধ করতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ‘একজন গ্রাহককে তহবিলের মেয়াদকাল তিন বছর সময়কালে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় একাধিকবার বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে (যেটা আগে ছিল এক বছর)। গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন বাংলাদেশ ব্যাংকে সর্বোচ্চ ১৮০ দিন (ছয় মাস) মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।’

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৯ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল প্রি-শিপমেন্ট রফতানি ঋণ সহায়তার মাধ্যমে তাদের রফতানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা দেয়। তিন বছর মেয়াদি প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের গ্রাহক পর্যায়ে সুদহার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। আর অংশগ্রহণকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পবে।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version