প্রচ্ছদ শেয়ার বার্তা ফিনিক্স ফাইন্যান্সের এজিএম স্থগিত

ফিনিক্স ফাইন্যান্সের এজিএম স্থগিত

0

নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন না রেখে ২০ কোটি টাকা নিট মুনাফা দেখিয়েছে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এর বিপরীতে ১২ শতাংশ লভ্যাংশও ঘোষণা করে যা বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন হওয়ার কথা।

তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে লভ্যাংশ না দেওয়ার ঘোষণার কারণে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এজিএম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার এজিএমটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার প্রতিষ্ঠানটির এমডিকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের গত ২৬ এপ্রিলের নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে ডিসেম্বরভিত্তিক আর্থিক বিবরণী চূড়ান্ত করার ব্যাখ্যা তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। এটি নিষ্পত্তির আগপর্যন্ত বার্ষিক সাধারণ (এজিএম) সভার কার্যক্রম স্থগিত রাখতে হবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে প্রভিশন সংরক্ষণের পর ফিনিক্স ফাইন্যান্সের প্রকৃত মুনাফা দাঁড়ায় ১০ লাখ টাকার কম। অথচ প্রতিষ্ঠানটি ২০ কোটি ১০ লাখ টাকা নিট মুনাফা দেখায়। এর বিপরীতে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। গত ২৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংক থেকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের নির্দেশনা দিলেও তা আমলে নেয়নি প্রতিষ্ঠানটি।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version