সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ই ডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস বিডি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ড হোল্ডাররা ই ডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস বিডি লিমিটেডে বিভিন্ন ডায়াগনস্টিকস টেস্টের উপর সর্ব্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস মো. আব্দুছ সবুর খান এবং ই ডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজেদের মধ্যে চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।