খামারিদের স্বার্থে দ্রুত প্রাণীখাদ্যের উপকরণ সয়াবিন মিল রপ্তানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন। সংগঠনটির মতে, এটি বন্ধ না হলে দেশের পোল্ট্রি ও মৎসসহ প্রাণিসম্পদ খাতের খাদ্যের দাম বেড়ে যাবে। এতে খামারিরা বড় ধরনের লোকসানে পড়বে। তাই সয়াবিন মিল রপ্তানি দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।
সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘সয়াবিন মিল রপ্তানি বন্ধ করুন, ডেইরি পোল্ট্রি ও মৎস শিল্প রক্ষা করুন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন।
তিনি বলেন, ‘সয়াবিন রপ্তানি দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের কারণে দেশের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত ব্যাপক লোকসানে পড়বে। ইতিমধ্যে সয়াবিন মিল রপ্তানির খবরে স্থানীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলো সয়াবিন মিলের দাম কেজি প্রতি ১০-১২ টাকা বৃদ্ধি করেছে। সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘এখনই গোখাদ্যের দাম বাড়ার লাগাম টেনে ধরতে হবে। এভাবে দাম বাড়তে থাকলে খামার বন্ধ করা ছাড়া কোন উপায় থাকবে না। তাই অনতিবিলম্বে এ বিষয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আলী আজম রহমান শিবলী, সাধারণ সম্পাদক শাহ ইমরান, অর্থ সম্পাদক জাফর আহমেদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিব উল্লাহ প্রমুখ।