প্রচ্ছদ শেয়ার বার্তা সামিট পাওয়ারের ৩৭৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

সামিট পাওয়ারের ৩৭৪ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

0

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় প্রায় ৩৭৪ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির প্রকাশিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

সামিট পাওয়ারের ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.২৫ টাকা মুনাফা হয়েছে। এ হিসেবে নিট মুনাফা হয়েছে ৫৬০ কোটি ৬৪ লাখ টাকার।

এই মুনাফার বিপরীতে কোম্পানির পর্ষদ অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ৩৫ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ৩.৫০ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে।

কিন্তু প্রকৃতপক্ষে এই লভ্যাংশের হার ৭.৬৯ শতাংশ। কোম্পানি কর্তৃপক্ষ অভিহিত মূল্য বা ১০ টাকার উপরে ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলেও একজন বিনিয়োগকারীকে এই লভ্যাংশ পেতে চাইলে এই মূহূর্তে বিনিয়োগ করতে হবে প্রায় ৪৫.৫০ টাকা। কারন কোম্পানিটির রবিবার (২৬ সেপ্টেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৪৫.৫০ টাকায়।

তবে রেকর্ড ডেটের আগেরদিন এই দর উঠানামাও করতে পারে। সেক্ষেত্রে প্রকৃত লভ্যাংশের হারও কম-বেশি হবে। তবে বর্তমান বাজার দর বিবেচনায় লভ্যাংশ পাওয়া যাবে (ডিভিডেন্ড ইল্ড) ৭.৬৯ শতাংশ।

এদিকে কোম্পানিটি থেকে শেয়ারপ্রতি ৩.৫০ টাকা লভ্যাংশ হিসেবে মোট ৩৭৩ কোটি ৭৬ টাকা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ১৮৬ কোটি ৮৮ লাখ টাকা বা ৩৩ শতাংশ রিজার্ভে যোগ হবে।

উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সামিট পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৬.৭৯ শতাংশ।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version