প্রচ্ছদ চাকুরীর বার্তা ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টে ডিসিটিও পদে নিয়োগ

ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টে ডিসিটিও পদে নিয়োগ

0

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্টে জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম-ওয়াল কার্ট

পদের নাম: ডেপুটি চিফ টেকনিক্যাল অফিসার (ডিসিটিও)

কাজের পরিধি
প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের সুযোগ, নিয়ম এবং দায়িত্ব নির্ধারণ করা; পিএইচপি, ল্যাভারেল, মাইস্কেল, কেকোয়ারি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ও বুটস্ট্রাপ সম্পর্কে স্বচ্ছ ধারনা; কোর পাইথন জানা প্রার্থীদের অগ্রাধিকার; ইউজার ফ্রেন্ডলি সফটওয়ার তৈরি করার দক্ষতা ও রেস্ট এপিআই সম্পর্কে যথেষ্ট ধারনাসহ ইন্টারনেট প্রটোকল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা
কোনো ই-কমার্স প্রতিষ্ঠানে ডিসিটিও পদে অথবা অনুরুপ পদে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসইতে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল : আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা

আবেদন নির্দেশনাঃ
১। আগ্রহী প্রার্থীকে info@walcart.com এই মেইলে সিভি পাঠাতে হবে।
২। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version