ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টে ডিসিটিও পদে নিয়োগ

0
214

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্টে জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম-ওয়াল কার্ট

পদের নাম: ডেপুটি চিফ টেকনিক্যাল অফিসার (ডিসিটিও)

কাজের পরিধি
প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের সুযোগ, নিয়ম এবং দায়িত্ব নির্ধারণ করা; পিএইচপি, ল্যাভারেল, মাইস্কেল, কেকোয়ারি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ও বুটস্ট্রাপ সম্পর্কে স্বচ্ছ ধারনা; কোর পাইথন জানা প্রার্থীদের অগ্রাধিকার; ইউজার ফ্রেন্ডলি সফটওয়ার তৈরি করার দক্ষতা ও রেস্ট এপিআই সম্পর্কে যথেষ্ট ধারনাসহ ইন্টারনেট প্রটোকল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা
কোনো ই-কমার্স প্রতিষ্ঠানে ডিসিটিও পদে অথবা অনুরুপ পদে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিএসইতে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল : আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা

আবেদন নির্দেশনাঃ
১। আগ্রহী প্রার্থীকে info@walcart.com এই মেইলে সিভি পাঠাতে হবে।
২। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here