দেশের বড় চালের মোকামে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, সরকার চাল আমদানির পাশাপাশি, ন্যায্যমূল্যে বিক্রির সিদ্ধান্ত নেয়ায় চালের দাম কমেছে কেজি প্রতি তিন থেকে চার টাকা।
তারা আরও জানান, নতুন ধান উঠলে এই দাম আরও কমবে। যদিও ক্রেতারা বলছেনখুচরা বাজারে এখনো চাল বিক্রি হচ্ছে আগের দামেই।
দিনাজপুরে চালের দাম চড়া থাকলেও, চলতি সপ্তাহ থেকে কিছুটা দাম কমতেশুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানিসহ খোলা বাজারে চাল বিক্রির কারণে কেজিতে দামকমেছে ৩ থেকে চার টাকা।
জেলার খুচরা বাজারগুলোতে মোটা স্বর্ণা চাল প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়, বিআর ২৮ চাল ৪৬ থেকে ৪৮ টাকা এবং মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৩ থেকে৫৫ টাকা দরে।
এদিকে কুষ্টিয়ায় চাল ব্যবসায়ীরা বলছেন, সব ধরনের চালের দাম কমেছে কেজিতেদুই টাকা করে। কিন্ত ক্রেতাদের অভিযোগ, খুচরা বাজারে দেশি চালের দাম কমেনি। যদিও খুচরাবিক্রেতারা বলছেন চালের দাম সামনে আরও কমবে।
ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি ৫০ কেজির বস্তায় দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা। পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শুরু হওয়ায় নতুন করে চালের বাজার দর আর বাড়ারআশঙ্কা নেই।