প্রচ্ছদ অর্থনী‌তির বার্তা শ্রমিক কল্যাণ তহবিলে টাকা দিলো আমেরিকান টোব্যাকো এবং নেসলে বাংলাদেশ

শ্রমিক কল্যাণ তহবিলে টাকা দিলো আমেরিকান টোব্যাকো এবং নেসলে বাংলাদেশ

0

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ১৩ কোটি টাকা জমা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং নেসলে বাংলাদেশ লিমিটেড।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর হাতে কোম্পানি দুটির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ১১ কোটি ১০ লাখ এক হাজার ৫৭৫ টাকার চেক সচিবের নিকট হস্তান্তর করেন।

নেসলে বাংলাদেশের ফিন্যান্স অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টর নমিত মিত্রের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল কোম্পানির গত অর্থ বছরের লভ্যাংশের এক কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৮১০ টাকার একটি চেক প্রদান করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ তহবিল থেকে প্রতিষ্ঠানিক-অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সহায়তা করা হয়। আজ পর্যন্ত এ তহবিলে ৬০০ কোটি টাকা বেশি জমা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেছা করিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান মেহেদী আরিফ মোজাম্মেল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কনসালটেন্ট আখতার আনোয়ার খান, নেসলে বাংলাদেশের করপোরেট এফেয়ার্স ডিরেক্টর নকিব উদ্দিন খান, লিগ্যাল অ্যান্ড ট্যাক্স ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরী এবং মানবসম্পদ বিভাগের পরিচালক ফাতেমা রিজওয়ানা প্রমুখ উপস্থিত ছিলেন।

NO COMMENTS

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version