বিদেশে পড়ালেখার ফি অনলাইনে পরিশোধের সময় বাড়লো

0
80

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশি মুদ্রায় অনলাইনে বিদেশে পড়ালেখার ফি পরিশোধ করা যাবে ২০২২ সালের মার্চ পর্যন্ত। এর ফলে অনলাইনে বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি পরিশোধে আরও ৬ মাস সময় পাচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৭ অ‌ক্টোবর) বাংলা‌দেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক শাখাগুলোতে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতে এখনো অনেকে দেশ-বিদেশ ভ্রমণ বন্ধ রেখেছেন। এ অবস্থার বিদেশে অধ্যায়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের অনেকেই অনলাইনে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য আরও দুই সেমিস্টার বা সেশনের ফি বিদেশে পাঠানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এডি ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশে পড়ালেখার ফি পরিশোধের সময় ২০২২ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

২০২০ সালের আগস্ট মাসে দুই সেমিস্টার বা সেশনের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুযোগ ছিল। এরপর আরও দুটি সেমিস্টারের জন্য প্রয়োজনীয় ফি বাবদ অর্থ গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নতুন করে আরও দুই সেমিস্টারের টাকা অনলাইনে পাঠানোর সুযোগ দেওয়া হলো।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here