নারী উদ্যোক্তাদের স্টার্ট আপ ইকোসিস্টেম শেখাল আইডিয়া প্রকল্প

0
141

বিভিন্ন ধাপ পেরিয়ে একটি স্টার্ট আপ আইডিয়াকে কীভাবে একজন নারী উদ্যোক্তা বাস্তবে রূপ দিতে পারেন সেই সম্পর্কে নানা ধারণা ও প্রশিক্ষণ দিয়েছে সরকারের আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্প বিভাগে নারী উদ্যোক্তাদের একটি কর্মশালার মাধ্যমে এই ধারণা দেয়া হয়।

আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান ও আইডিইএ প্রকল্প পরিচালক মো. আব্দুর রাকিব।

কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তাকে বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে ধারণা দেন আইসিটি ডিভিশনের সিনিয়র সহকারি সেক্রেটারি ও আইডিয়া প্রকল্পের কনসালটেন্ট আলাওল কবির।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here