দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা বিএসটিআই’র

0
251

লাইসেন্স না থাকার পরেও পানি সরবরাহ করায় রাজধানীর ভাটারা এলাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ভাটারা থানা এলাকায় বিএসটিআইয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।

অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় এ ওয়ান ফুড অ্যান্ড বেভারেজকে ২৫ হাজার টাকা এবং ইউরোটেক ট্রেড অ্যান্ড টেকনোলজিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) নোভেরা বিনতে নূর দায়িত্ব পালন করেন।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here