এফবিসিসিআইর সঙ্গে সহযোগিতা চুক্তিতে আগ্রহী ইরাকি চেম্বার

0
83

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে সহযোগিতা চুক্তি করতে আগ্রহী ফেডারেশন অব ইরাকি চেম্বার অব কমার্স।

রোববার (২৪ অক্টোবর) এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আবদুসসালাম সাদ্দাম মোহাইসেন। এসময় তিনি জানান, এরইমধ্যে এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে চিঠির একটি কপি এফবিসিসিআই সভাপতির কাছে হস্তান্তর করা হয়।

সাক্ষাতকালে এফবিসিসিআই সভাপতি বলেন, এফবিসিসিআইর সঙ্গে বিভিন্ন দেশের ১৩২টি বাণিজ্য সংগঠনের সমঝোতা চুক্তি রয়েছে। ইরাকের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও চুক্তিতে আগ্রহী। এজন্য শিগগিরই ইরাক দূতাবাসে এমওইউর একটি খসড়া কপি পাঠানো হবে। তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানির জন্য ইরাককে আহ্বান জানান।

এসময় এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, যেহেতু ইরাক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক বাংলাদেশি কোম্পানি নির্মাণ খাতে ইরাকে বিনিয়োগে আগ্রহী। এ ব্যাপারে ইরাক সরকার অনেক উদার জানিয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইরাকি রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here