৮৬ প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিকার

0
129

নিত্যপণ্যের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সারাদেশে ৮৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

এদিন সকাল থেকে রাজধানীর শান্তিনগর, রামপুরা বাজার ও পল্টন এলাকায় অধিদপ্তরের তিনটি টিম অভিযান চালিয়েছে। এসময় চাল, চিনি, পেঁয়াজ, সবজি, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা দেখা হয়। বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয়, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

পাশাপাশি ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসি ও ঘি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে অননুমোদিত খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রোববার সারাদেশে অধিদপ্তরের ৩৯টি টিম নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৮৬ প্রতিষ্ঠানকে সাত লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করে।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here