কৃষি উদ্যোক্তা তৈরিতে সেল গঠন করা হবে

0
88

দেশে কৃষি উদ্যোক্তাদের উৎসাহ দিতে ও নতুন উদ্যোক্তা তৈরি করতে কৃষি মন্ত্রণালয়ে একটি পৃথক সেল গঠন করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক। শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুর রাজ্জাক এ কথা বলেন।

সারাদেশে কৃষি উদ্যোক্তারা কে কী ফসল চাষ করবে, কোন ধরনের কৃষিপণ্য প্রক্রিয়াজাত করবে, তাদের কী সহযোগিতা দরকার- এসব বিষয়ে দেখভাল, সহযোগিতা ও যোগাযোগ রক্ষা করবে এ সেল।

কৃষিমন্ত্রী বলেন, এ বছর সারাদেশে ২৮ হাজার কোটি টাকারও বেশি কৃষি ঋণ বিতরণের খোঁজ-খবর রাখতে মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। কৃষকরা সঠিকভাবে ঋণ পাচ্ছে কি না, ঋণ পেতে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে ও অতিরিক্ত খরচ হচ্ছে কি না, কোন জেলায় কী পরিমাণ ঋণ বিতরণ হচ্ছে- এসব বিষয়ে খোঁজ-খবর রাখতে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here