সাপ্তাহিক আগ্রহের শীর্ষে সাউথ বাংলা, অনাগ্রহে আলহাজ টেক্সটাইল

0
99

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টির বা ৮.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এছাড়া এ সপ্তাহে আলহাজ টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১৬.২৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের ১৪.৯১ শতাংশ, বেক্সিমকোর ১১.৭৫ শতাংশ, ডেল্টা লাইফের ১০.৩০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৪৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৩৬ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৬৮ শতাংশ, জেনেক্সের ২.৭৭ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৭২ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩৮টির বা ৮৯.৪২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আলহাজ টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আলহাজ টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.৮০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ১৫.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলহাজ টেক্সটাইল ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের ১৫.৪২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৪.৯৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৪.৩৫ শতাংশ, সিমটেক্সের ১৪.৩৫ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৪.১৪ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৩.৪০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ১৩.৩৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩.২০ শতাংশ এবং এএফসি অ্যাগ্রোর শেয়ার দর ১৩ শতাংশ কমেছে।

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে: এছাড়া গত সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৩ খাতে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিমেন্ট খাতে। এই খাতে ৭.৯ শতাংশ দর কমেছে। সিরামিক খাতে ৬.৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর বস্ত্র খাতে ৬.২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ৫.৯ শতাংশ, আর্থিক খাতে ৫.৭ শতাংশ, পাট খাতে ৫ শতাংশ, ভ্রমণ খাতে ৩.৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও আইটি খাতে ৩.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৯ শতাংশ, ফার্মা খাতে ২.৩ শতাংশ, কাগজ খাতে ২ শতাংশ, প্রকৌশল খাতে ১.৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৯ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৭ শতাংশ ও ব্যাংক খাতে দশমিক ৪ শতাংশ দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৩ খাতে। খাতগুলো হচ্ছে, বিবিধ, জীবনবিমা ও ট্যানারি খাত।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here