রিহ্যাব সভাপতি কাজল, সহ-সভাপতি ইন্তেখাবুল, কামাল

0
116

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্যদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রয়োজনীয় পদের অধিক সংখ্যক বৈধ প্রার্থী না থাকায়, মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয় রিহ্যাব নির্বাচন বোর্ড ২০২১-২০২৩ এর পক্ষ থেকে। ২০২১-২০২৩ মেয়াদি কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করবেন শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ। নতুন কমিটির প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্কাইরোজ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কামাল মাহমুদ।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট-২ হিসেবে নজরুল ইসলাম (দুলাল), ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা এবং চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল কৈয়ুম চৌধুরী।

ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে নির্বাচিত ২৬ জন পরিচালক এবং চট্টগ্রাম রিজিয়ন থেকে নির্বাচিত তিনজন পরিচালক অর্থাৎ সর্বমোট ২৯ জন পরিচালকের মধ্য থেকে অফিস বেয়ারার পদে সাত জনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

গত ২১ আগস্ট তারিখে রিহ্যাব নির্বাচন ২০২১-২০২৩ এর তফসিল ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন পর্যায় অতিক্রম করে মঙ্গলবার (১২ অক্টোবর) চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড।

২০২১-২০২৩ মেয়াদে অফিস বেয়ারার এবং পরিচালক পদে নির্বাচিতরা হলেন, নাইমুল হাসান, রমজানুল হক নিহাদ, মহির আলী খান রাতুল, প্রকৌশলী মো. আল আমিন, শহীদ রেজা, প্রকৌশলী এম রুহুল আমিন, সৈয়দ জোনায়েদ আনোয়ার, মাসুদ মনোয়ার, প্রকৌশলী আবুল খায়ের সেলিম, প্রকৌশলী মাসুদা সিদ্দিকা রোজি, প্রকৌশলী দিদারুল হক চৌধুরী, প্রকৌশলী রতন কুমার দত্ত, ডা. এ এফ এম কামাল উদ্দিন, মো. কামরুল ইসলাম, হামিদ আহমেদ চৌধুরী তুহিন, সেলিম রাজা পিন্টু, এস এম এমদাদ হোসেন, সুলতান মাহমুদ, মাহবুব হোসেন জালাল, রাগিব আহসান, প্রকৌশলী এন এম নূর কুতুবুল আলম।

এদিকে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় ভোটার এবং সব রিহ্যাব সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রিহ্যাব নির্বাচন বোর্ড ২০২১-২০২৩ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান। একই সঙ্গে নির্বাচন বোর্ডের পক্ষ থেকে নির্বাচিত অফিস বেয়ারারসহ সব পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here