বাড্ডা-বেইলি রোডের একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

0
134

ছিল না সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স, তারপরও হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়াসহ বিভিন্ন পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত চলছিল দেদারসে। মোড়কজাত সনদ না নিয়েই চলছিল পাউরুটি, বিস্কুট, চানাচুর ও দই বিক্রি। এসব অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে গুনতে হয়েছে জরিমানা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজধানীর দক্ষিণ বাড্ডা ও নিউ বেইলি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

প্রতিষ্ঠানগুলো হলো, দক্ষিণ বাড্ডার সেলিম স্টোর, ভাই ভাই ফ্লাওয়ার মিল ও নিউ বেইলি রোডের মিনা সুইটস। প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।

বিএসটিআইর পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ বাড্ডা এলাকায় সেলিম স্টোর ও ভাই ভাই ফ্লাওয়ার মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই আইন-২০১৮ অনুসারে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) না নিয়ে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন মো. খালেদ হোসেন।

অন্য এক অভিযানে নিউ বেইলি রোডের মিনা সুইটসে পাউরুটি, বিস্কুট, চানাচুর ও দই পণ্যের মোড়কজাত সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। এ সময় সংস্থাটির পরিদর্শক সোহাগ হায়দার অভিযানে অংশ নেন।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here