বগুড়ায় এনার্জিপ্যাকের মোটর ভেহিকেল সার্ভিস সেন্টার উদ্বোধন

0
98

ক্রেতাদের বাহন সংশ্লিষ্ট সকল ধরনের প্রয়োজনীয় সেবা প্রদানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) মোটর ভেহিকেল ডিভিশন (এমভিডি) ৫ অক্টোবর বগুড়াতে একটি মোটর ভেহিকেল সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।

সার্ভিস সেন্টারটি বগুড়ার হাইওয়ে রোডের পশ্চিম পালশাতে অবস্থিত। এ সেন্টারের মাধ্যমে জেএসি ট্রাক ও পিকআপ, জেসিবি ও হেলি কনস্ট্রাকশন মেশিনারিজ, শ্যাকম্যান হেভি ডিউটি ট্রাক এবং আনকাই বাসের সকল সেবা পাওয়া যাবে।

সার্ভিস সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ইনস্টিটিউশনাল সেলসের চিফ বিজনেস অফিসার ফাইয়াজ এইচ. চৌধুরী এবং এনার্জিপ্যাকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ফাইয়াজ এইচ. চৌধুরী বলেন, এ সার্ভিস সেন্টারটি বগুড়ায় আমাদের ক্রেতাদের জন্য ৩৬০ ডিগ্রি সেবা প্রদান করবে। আমরা চাই না কেউ সেবাগ্রহণের ক্ষেত্রে পিছিয়ে থাকুক। এজন্যই আমরা বগুড়াতে আমাদের সার্ভিস সেন্টারটি চালু করেছি, যাতে আশেপাশের এলাকার ক্রেতারা তাদের বাহন সংশ্লিষ্ট সমস্যার সমাধান পান। ক্রেতাদের স্বাচ্ছন্দ্যই সবসময় আমাদের অগ্রাধিকারের বিষয়।

উল্লেখ্য, বাংলাদেশের বাজারে জেএসি, আনকাই, শ্যাকমান এবং জেসিবি ও হেলির একমাত্র পরিবেশক ইপিজিএল। বিগত বছরগুলোতে এসব বাহন অসাধারণ পারফরমেন্সের জন্য ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করেছে এবং তাদের ৩৬০ ডিগ্রি সেবাপ্রদানে ইপিজিএল’র এমভিডি দেশজুড়ে অনেকগুলো সার্ভিস সেন্টার উন্মোচন করেছে। বগুড়ার সার্ভিস সেন্টারটি ৮ হাজার বর্গফুট এবং সার্ভিস সেন্টারটির একসাথে ২০টি বাহনের সেবাপ্রদানের সক্ষমতা রয়েছে।

১৯৯৫ সাল থেকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল) সব সময় ‘এনার্জি ওয়ার্কস ওয়ান্ডার্সে’ বিশ্বাস করে। তাই, বাজারের সর্বাধুনিক উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। ইপিজিএল বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার ঘাটতি দূর করতে এবং তাদের কর্মীদের জীবনমান উন্নীতকরণের পাশাপাশি এর গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি কেবলমাত্র গুণগতমানের পণ্যগুলোর মাধ্যমেই নয় বরং এর পরিষেবাগুলোর সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে সচেষ্ট।

দুই দশকেরও বেশি সময় ধরে, ইপিজিএল তার গ্রাহক এবং অংশীদার উভয়কেই পুরোপুরি পাওয়ার ইঞ্জিনিয়ারিং সমাধান সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রা শুরুর পর থেকেই ইপিজিএল বাংলাদেশের বৃহত্তম পাওয়ার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে এবং স্থানীয় ও বৈশ্বিকভাবে সুপরিচিত উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মান ও আস্থা অর্জন করেছে। বর্তমানে ইপিজিএল ইজি উইলসন, পারকিনস, জেসিবি, জ্যাক, গ্ল্যাড, স্টিলপ্যাক, জি-গ্যাস, জন ডিয়ার, সিমেন্স এবং আরও অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে।

ইপিজিএলের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে- এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড এবং ইপিভি চট্টগ্রাম লিমিটেড।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here