যমুনা ব্যাংক রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘অটোমেটেড চালান সিস্টেম, সঞ্চয়পত্র এবং বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডস ও বিলস ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।
যমুনা ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মঞ্জুরুল আহসান শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মো. মেহেদি হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং প্রশিক্ষণ কর্মসূচির ‘কি পারসন’ হিসেবে কর্মসূচি পরিচালনা করেন।
যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।