‘চার মাস ধরে আমাদের বেতন বন্ধ। বার বার এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোন লাভ হয়নি। তারা শুধু তারিখ দেয়, কিন্তু সেই তারিখে বেতন হয় না। তারিখের পর তারিখ আসে, কিন্তু কোন সুরাহা হয় না, দিনে দিনে আমরা আরও কঠিন সময়ের মধ্যে পড়েছি।’
রোববার (৩ অক্টোবর) সকালে রাজধানীর পুরানা পল্টনে শ্রম ভবনের সামনে এসব কথা বলছিলেন কারখানাটির শ্রমিক মো. লিটন খান।
রবিবার রাজধানীর পুরানা পল্টনে চার মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে সিনহা গার্মেন্টসের প্রায় সাড়ে ১২ হাজার শ্রমিক আমরণ অনশন কর্মসূচি পালন করার সময় এসব মন্তব্য করেন।
এই গার্মেন্টসের আরেকজন শ্রমিক আবুল কালাম আজাদ বলেন, ১৮ বছর ধরে কাজ করছি এই কারখানাটিতে। সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। গত চার মাস ধরে বেতন বন্ধ থাকায় ভীষণ কষ্টে দিনযাপন করছি। আমরা যারা শ্রমিক আছি, আমাদের অবস্থা খুবই করুণ। অবস্থা এমন যে, এলাকার মুদি ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে লিফলেট টাঙিয়ে দিয়েছে ‘ওপেক্স গ্রুপ-সিনহা গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বাকি দেয়া বন্ধ!’
কর্মসূচিতে অংশ নেয়া প্রতিষ্ঠানটির কর্মীরা জানান, বিষয়টি এমন না যে কারাখানা লোকসানে চলছে বা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মালিকপক্ষ অনেকটা ইচ্ছাকৃতভাবেই এই বেতন বকেয়া রেখেছে। এ অবস্থায় তারা বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান।