অনুমোদন পেল আরও ৮৫ সংবাদভিত্তিক ওয়েবসাইট

0
109

চতুর্থ দফায় আরও ২৩টি অনলাইন সংবাদপত্র ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

অনুমতি পাওয়া এই ৮৫টি সংবাদভিত্তিক ওয়েবসাইট কর্তৃপক্ষকে ২০ কার্যদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত বছরের জুলাইয়ে প্রথম দফায় ৩৪টি অনলাইন সংবাদপত্রকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এরপর দ্বিতীয় দফায় ওই বছরের ৪ সেপ্টেম্বর ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ও ২৯ নভেম্বর তৃতীয় দফায় আরও ৫১টি অনলাইন সংবাদপত্রকে নিবন্ধনের অনুমতি দেয়া হয়।

নতুন ৮৫টিকে নিবন্ধনের অনুমোদন দেয়ায় দেশে এ নিয়ে অনুমোদন পেলে ২৬২টি সংবাদভিত্তিক ওয়েবসাইট।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here