সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও আধা ঘণ্টা পর শুরু হয়েছে শেয়ার বিক্রির চাপ। এরপর থেকে সূচক ওঠানামার মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত) ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ৯৯ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, লেনদেনের প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া ৩৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম। এর আগের দিন একই সময়ে দাম বেড়েছিল ২৪৩টি প্রতিষ্ঠানের।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বেড়েছে দশমিক ৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে। তাতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১৮ কোটি ৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকার শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা।
লেনদেন হওয়া ১৮০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির। এর আগের দিন একই সময়ে লেনদেন হওয়া ১৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছিল ৯৫টির।