গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন প্রতারক ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক-কর্মকর্তারা। এবার প্রতারণা করে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় ধামাকা শপিংয়ের গ্রাহকেরা একটি প্রতারণার মামলা করেন। সেই মামলায় ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব।
এর আগে ১৭ই আগস্ট প্রতারণার দায়ের ই-অরেঞ্জর মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এরপর ১৬ই সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করা হয়।