স্বপ্ন’র লেনদেন রশিদে বিপিএ কেমিক্যাল নেই

0
147

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ডিজিটাল মিডিয়ার একটি প্রতিবেদনে সূত্র ধরে জনমনে আশংকা তৈরি হয়েছে যে, বিভিন্ন ব্যাংক, সুপারশপ, শপিংমল, রেস্টুরেন্টসহ নানা জায়গার বিল পেপারে ব্যবহার করা হয় বায়োসপেনল (বিপিএ) কেমিক্যাল। এমনকি কোমল পানীয় বোতলেও বিপিএ পাওয়া গেছে। চেইন সুপারশপ স্বপ্ন এমন দাবি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বপ্ন’র কর্মাশিয়াল পার্চেস ম্যানেজার মাহবুব ইবনে হক বলেন, আমাদের লেনদেন রশিদে যে কাগজ ব্যবহার করা হয় তাতে ক্ষতিকারক বিপিএ বা বায়োসপেনল কেমিক্যাল নেই। আমাদের সাপ্লায়ার মাস্টার সিমেক্স পেপার লিমিটেডের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করছি।

এ বিষয়ে মাস্টার সিমেক্স পেপার লিমিটেডের ডিরেক্টর শেখ ইমরান হোসাইন বলেন, ‘স্বপ্ন’ সুপারশপের সব স্টোরে হ্যানসল থার্মাল পেপার ব্যবহার করা হয়, যার সরবরাহদাতা আমার প্রতিষ্ঠান। এটি বিপিএ বা বায়োসপেনল কেমিক্যাল মুক্ত অর্থাৎ পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। আমাদের কাছে হ্যানসল থেকে পাঠানো সার্টিফিকেটও আছে। এছাড়া এসজিএস টেস্ট রিপোর্টেও কোনো ধরনের ক্ষতিকারক বিপিএ পাওয়া যায়নি। আমরা সেই সার্টিফিকেট ও প্রমাণপত্র ‘স্বপ্ন’ কর্তৃপক্ষকে দিয়েছি।

দেশের বৃহত্তম চেইন সুপারশপ ‘স্বপ্ন’ ভোক্তাদের স্বাস্থ্য নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। এরই অংশ হিসেবে সুপারশপটি নিয়মিত বিপিএ বা বায়োসপেনল কেমিক্যাল মুক্ত লেনদেন রশিদ গ্রাহকদের দেন ।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here