আসন্ন শীতে দেশের দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে ৭৫ হাজার কম্বল প্রদান করেছে বেসরকারী খাতের ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে ইবিএল পরিচালক মীর নাসির হোসেন এবং রুসলান নাসির এ কম্বলগুলো হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী অনুষ্ঠানে যোগ দেন।