দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ এলপি গ্যাসের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল ও বুধবার (২৬-২৭ অক্টোবর) কক্সবাজারের রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে ফ্রেশ এলপি গ্যাসের সেলস টিমের পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
‘অগ্রযাত্রা’ শীর্ষক এ সেলস কনফারেন্সে ফ্রেশ এলপি গ্যাসের সিওও মোহাম্মদ নূরুল আলম, সিনিয়র ডিজিএম (সেলস) মোহাম্মদ আরিফুল হক মারুফ, জিএম (অ্যাকাউন্টস) গোবিন্দ চন্দ্র দাসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেলস কনফারেন্সে টপ পারফরমারদের নিষ্ঠা ও সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। এমজিআই ও ফ্রেশ এলপি গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ২০২১ সালে ফ্রেশ এলপি গ্যাসের সাফল্য ও অর্জন, উপস্থিত বিক্রয় প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
পাশাপাশি ২০২২ সালের জন্য তাদের কর্মপরিকল্পনাও ঘোষণা করেন। এছাড়া বিক্রয় প্রতিনিধিদের নতুন বছরের চ্যালেঞ্জ মোকাবিলায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করে তুলতে বিভিন্ন টিম বিল্ডিং অ্যাক্টিভিটি ও সেশন অনুষ্ঠিত হয়।