বাড্ডার একটি সুপারশপের বিরুদ্ধে মামলা

0
268

পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পণ্য বিক্রি ও বাজারজাত এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় একটি সুপারশপের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার উত্তর বাড্ডায় অবস্থিত আল মদিনা সুপার শপকে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মো. মাছুদুল হক অংশগ্রহণ করেন।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here