বাংলাদেশ সিকিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেছেন, যে যেই প্রতিষ্ঠানেরই হোক না কেনো, অন্যায় করলে জবাবদিহিতা নিশ্চিত করবো। আমিও যদি অন্যায় করি আমাকেও জবাবদিহিতা করতে হবে। এটাই সোজা হিসাব।’ সোমবার (২৫ অক্টোবর) বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি একথা বলেন।
সামসুদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা জানেন সম্পদের হস্থান্তর এখানে অত্যান্ত স্বাভাবিক। একটু ধৈর্য ধরেন, আপনারা যদি ইমপ্যাশেন্ট হয়ে যান তাহলে তো মুস্কিল হয়ে যাবে। এটা শুধু সাধারণ বিনিয়োগকারীরা না, যারা প্রতিষ্ঠানিক আছেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ আচরণ শো করতে হবে। তারাও আট-দশ জনের মত সেলস যেন বুঝে শুনে করেন। এখন হচ্ছে যে আমরা আমাদের মত অনেক কিছু করি কিন্তু দেখেন যে আমরা গত দেড় বছরে ৫২ টা ট্রেক পারমিশন দিয়েছি। কি কারনে দিয়েছি, কারন মানুষ যেনো এখানে আরো যুক্ত হয়ে বিনয়োগ করেন।’
গুজবের বিষয়ে তিনি বলেন, ‘গুজবের জন্য আমরা একটা মনিটরিং সেলস গঠন করছি। আসলে সব কিছুই ওভার টাইম হচ্ছে, এখন কিছু কিছু সময় যদি মার্কেটে একটা কারেকশন হয় বা এখানে কেউ যদি কিছু শেয়ার বিক্রি করতে চায় সেটা করতেই পারে।’