মেঘনা গ্রুপে বিশাল নিয়োগ

0
116

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বেশ কয়েকটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের শুধুমাত্র সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। যোগ্য হলে এতেই মিলবে চাকরি-

ইউনিটের নাম- বিস্কুট প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি থেকে ডিপ্লোমা পাস।

সাক্ষাৎকারের সময়- ৩০ অক্টোবর, ২০২১

ইউনিটের নাম- ব্রেড এবং টোস্ট প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি থেকে ডিপ্লোমা পাস।

সাক্ষাৎকারের সময়- ৩০ অক্টোবর, ২০২১

ইউনিটের নাম- কেক প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি ও দুই বছরের অভিজ্ঞতা।

সাক্ষাৎকারের সময়- ১ নভেম্বর, ২০২১

ইউনিটের নাম- নুডুলস প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি ও দুই বছরের অভিজ্ঞতা।

সাক্ষাৎকারের সময়- ২ নভেম্বর, ২০২১

ইউনিটের নাম- চিপস অ্যান্ড চানাচুর প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি ও ৩ বছরের অভিজ্ঞতা।

সাক্ষাৎকারের সময়- ৩ নভেম্বর, ২০২১

ইউনিটের নাম- ম্যাটারিয়াল হ্যান্ডেলিং প্রোডাকশন

পদের সংখ্যা- একাধিক

যোগ্যতা- পদ অনুসারে অষ্টম শ্রেণি ও দুই বছরের অভিজ্ঞতা।

সাক্ষাৎকারের সময়- ৩ নভেম্বর, ২০২১

আবেদন যেভাবে

প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ স্ব শরীরে মেঘনা নুডুলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনোমিক জোন, ত্রিপার্দি, মোগরাপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জে উপস্থিত হতে হবে।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here