পরিদর্শনের জন্য ৪৬ হাজার শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত

0
98

কলকারখানায় অগ্নি ও অন্য-দুর্ঘটনা নিরোধে পোশাক শিল্প ও রপ্তানিমুখী বিভিন্ন খাতের প্রায় ৪৬ হাজার শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে প্রাথমিকভাবে পাঁচ হাজার শিল্প কলকারখানা পরিদর্শন করা হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টি পারপাস হলে, কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে গঠিত সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বিডা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here