এসিআই পাওয়ার টিলার ডিলারদের নিয়ে গিয়ার আপ মিট-২০২১ আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান হয়।
সারাদেশ থেকে পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিন ডিলাররা এই গিয়ার আপ মিটে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস অংশ নিয়ে ডিলারদের উদ্দেশে তাদের ব্যবসায় সম্প্রসারণের কর্মপরিকল্পনা দেন। এছাড়া এসিআই মোটরসের ডিরেক্টর (সেলস) আজম আলী ডিলারদের উদ্দেশে আসন্ন মৌসুমের ব্যবসায় প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং পাওয়ার টিলার মার্কেটিং টিম থেকে বিভিন্ন ব্যবসায়িক গাইডলাইন দেওয়া হয়।
এ সময় ২০২০-২১ অর্থবছরে সেরা ছয়জন ব্যবসায়িক সাফল্য অর্জনকারী ডিলারকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে এসিআই পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিন ডিলাররাও তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।