এনসিসি ব্যাংকের আয় বেড়েছে ২৪ শতাংশ

0
76

করোনা মহামারিতেও ধারাবাহিকভাবে আয় বাড়ছে শেয়ার বাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের।

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬৫ পয়সা। এ হিসেবে নয় মাসে ব্যাংকটির আয় বেড়েছে ৩৯ পয়সা বা প্রায় ২৪ শতাংশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে। ডিএসই জানায়, ব্যাংকটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৬ পয়সা।

এ হিসেবে শুধু তৃতীয় প্রান্তিককে কোম্পানিটির আয় বেড়েছে ১৫ পয়সা বা ২৭ শতাংশ। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৫৭ পয়সা। ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে পূর্ণ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে এনসিসি। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর) ব্যাংকটির শেয়ার ১৪ টাকা ৯০ পয়সা থেকে ১৫ টাকা ২০ পয়সায় বেচা-কেনা হয়েছে।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here