এবার ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদন করবে ইফাদ

0
107

পাঁচশ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইফাদ মটরস লিমিটেড। কারখানা স্থাপন করে দেশীয়-ভাবে মোটরসাইকেল উৎপাদন করবে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, আবেদনের প্রেক্ষিতে কোম্পানিটিকে রোববার (১৭ অক্টোবর) মোটরসাইকেল উৎপাদনের অনুমতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেলিম উল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ইফাদ মটরস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারখানা স্থাপন সাপেক্ষে ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল দেশে উৎপাদনের অনুমোদন দেওয়া হলো।

ইফদা অটোসের কোম্পানি সচিব সাজ্জাদ হোসেন তালুকদার বলেন, ইফাদ মটরস আমাদের সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানিটিকে মোটরসাইকেল উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে।

ইফাদ অটোস ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৯ শতাংশ নগদ আর ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২৫ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৪১২টি। মঙ্গলবার (১৯ অক্টোবর) কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ৫৬ টাকা ১০ পয়সায়।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here