বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ নতুন চার ই–কমার্স প্রতিষ্ঠানকে

0
121

নতুন চার ই-কমার্স প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হচ্ছে থলে, দালাল প্লাস,আনন্দের বাজার ও অলশপার। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল ৭ অক্টোবর এই নোটিশ দেয়।

নোটিশে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও মোবাইলের মাধ্যমে কেন্দ্রীয় ডিজিটাল সেল জানতে পেরেছে, ডিজিটাল কমার্সের কার্যক্রম পরিচালনার জন্য অসৎ উদ্দেশ্যে অস্বাভাবিক অফার দিয়ে ডিজিটাল মার্কেটে অস্থিরতা তৈরি করছে কোম্পানিগুলো।‌ এতে গ্রাহকেরা বিভ্রান্ত হয়ে অনলাইন কেনাকাটায় প্রতারিত হচ্ছেন।

১৭ অক্টোবরের মধ্যে চার কোম্পানির সব তথ্য বাণিজ্য মন্ত্রণালয়কে জানানোর কথা বলা হয়েছে নোটিশে।

গ্রাহক ও মার্চেন্টদের কাছে কোম্পানিগুলোর দায়ের পরিমাণ, দায় পরিশোধের জন্য কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ ও কোম্পানিগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বলা হয়েছে। আলাদা আলাদা হলেও নোটিশের ভাষা একই রকম।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here