ইবিএল’র সঙ্গে ডিবিএল সিরামিকের চুক্তি

0
147

ডিবিএল সিরামিকস লিমিটেড সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) এর সঙ্গে একটি মাল্টিপল সার্ভিস চুক্তি সম্পাদন করেছে।

এর অধীনে রয়েছে সাপ্লাই চেইন অর্থায়ন, বিটুবি পেমেন্ট সমাধান, কর্পোরেট সেলস এন্ড অ্যালায়েন্স, পিওএস এবং জিপ সুবিধা।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশের আনোয়ার এবং ডিবিএল সিরামিকস লি. এর পরিচালক ও ভাইস-চেয়ারম্যান এম এ রহিম চুক্তিতে স্বাক্ষর করেন।

ইবিএল হেড অফ অ্যাসেটস (রিটেইল ও এসএমই) তাসনিম হোসেন, হেড অফ রিটেইল অ্যাসেট এবং সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রধান এম মুস্তাফিদুজ্জামান, ডিবিএল গ্রুপের নির্বাহী পরিচালক- ফাইন্যান্স এবং কোম্পানী সেক্রেটারী মো. বিলাল হোসেন পাটওয়ারী প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here