স্বাস্থ্য অধিদফতরের অধীন ‘ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রাম’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে বা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রাম
পদের নাম- কীটতত্ত্ববিদ
পদের সংখ্যা- ১টি
কাজের ধরণ- চুক্তিভিত্তিক
কর্মস্থল- ঢাকা
আবেদন যোগ্যতা
১। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কীটতত্ত্ব বা প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর পাস।
২। কীটতত্ত্বে কমপক্ষে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। এনজিও, জিও বা ইউএন এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৪। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে।
৫। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে।
৬। যোগাযোগে সক্ষমতা থাকতে হবে।
৭। বয়সসীমা ৪৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি,একাডেমিক ও অভিজ্ঞতার সকল সত্যায়িত সনদ ডিরেক্টর, সিডিসি,জাতীয় ম্যালেরিয়া নির্মূল এবং এটিডি নিয়ন্ত্রণ কর্মসূচি,বাসা নং-৪৪২(৫ম তলা), রোড নং- ৩০, নিউ ডিওএইচএস, মহাখালী,ঢাকা-১২০৬ অথবা ইমেইলে nmephr@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৮ অক্টোবর ২০২১
বেতন ও অন্যান্য সুবিধা
১। বেতন ১৬০,০০০ টাকা
২। প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা