পণ্যের মোড়কজাত সনদ না থাকায় রাজধানীর বেইলি রোডের মিনা সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রমনা এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।
এ সময় পাউরুটি, বিস্কুট, চানাচুর ও দই পণ্যের মোড়কজাত সনদ থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী তিনি প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে আরও অংশ নেন বিএসটিআই’র পরিদর্শক সোহাগ হায়দার।